রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

যথাসময়ে স্থানান্তর না করলে ট্যানারি বন্ধ করে দেওয়া হবে : আমু

যথাসময়ে স্থানান্তর না করলে ট্যানারি বন্ধ করে দেওয়া হবে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প যথাসময়ে স্থানান্তর করে সাভারে নেওয়া না হলে এ শিল্প বন্ধ করে দেওয়া হবে। এর দায় ট্যানারি মালিকদের নিতে হবে। তিনি বলেন, গুটিকয় ট্যানারি মালিকের জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেওয়া যায় না। হাজারীবাগে ঢাকা ট্যানারি মোড়ে গতকাল ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, রুবি রহমান, মোহাম্মদ আবু তাহের, শাহিন আহমেদ, শহিদুল্লাহ চৌধুরী, আবদুল মালেক প্রমুখ। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারীবাগের পরিবেশ দূষণমুক্ত ও বুড়িগঙ্গা নদী রক্ষার জন্য ট্যানারিশিল্প স্থানান্তরের নির্দেশ নিয়েছেন। তা ছাড়া হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প স্থানান্তরের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। ট্যানারি শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সাভারে ট্যানারি শ্রমিকদের জন্য আবাসনব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ট্যানারিশিল্প স্থানান্তরের পাশাপাশি শ্রমিকদের আবাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, ট্যানারিশিল্প স্থানান্তরের পাশাপাশি শ্রমিকদের আবাসনব্যবস্থা, স্কুল, কলেজ, খেলার মাঠ নির্মাণ করতে হবে। তাদের দাবির প্রতি সরকারের অবহেলা করা ঠিক হবে না।

 

 

সর্বশেষ খবর