রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কলকাতায় শুরু হলো বাংলাদেশ বইমেলা

কলকাতা তথা পশ্চিমবঙ্গের বইপ্রেমী মানুষের কাছে সুখবর। বাংলাদেশের কবি-সাহিত্যিকদের সেরা সম্ভার এবার তাদের হাতের মুঠোয়। গতকাল থেকে কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে শুরু হলো 'বাংলাদেশ বইমেলা'। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি-ঢাকার যৌথ উদ্যোগে এই বইমেলা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। মেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত (শনি ও রবিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত)। বিকেলে বইমেলা উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক সামজ্জুমান খান, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কলকাতা বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিন্ডের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার মিয়া মো. মইনুল কবির, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল, ফার্স্ট সেক্রেটারি (ভিসা) তোফায়েতজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। এবারের মেলায় মোট ৩৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য অনন্যা প্রকাশন, সময় প্রকাশন, আগামী প্রকাশন, মাওলা ব্রাদার্স, আহমেদ পাবলিশিং।

সর্বশেষ খবর