বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মাভিয়া (৪০), সাকিলা (২৩), জেসমিন (২১) ও বাকি দুজন শিশু। গতকাল পুলিশ জানায়, তারা দীর্ঘ দশ বছর ধরে রাজ্যের মুজাফ্ফরনগর জেলার মেহমুদনগরে অবৈধভাবে বসবাস করছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪ ফরেনারস অ্যাক্ট (অবৈধ অনুপ্রবেশ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই পরিবারের প্রধান মঞ্জুর আলম পাচারের দায়ে ধরা পড়ে বর্তমানে পশ্চিমবঙ্গের একটি কারাগারে বন্দী আছেন। মুজাফফরনগরের সিনিয়র এসপি এইচ এন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রেফতার হওয়া বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।

 

 

সর্বশেষ খবর