রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কেনিয়ায় ২৮ বাসযাত্রীকে গুলি করে হত্যা

কেনিয়ায় ২৮ বাসযাত্রীকে গুলি করে হত্যা

কেনিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাসে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। তারা অন্তত ২৮ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল ভোরে এই হামলা চালানো হয়। সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কেনিয়ার একটি স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, যাত্রীবাহী বাসটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মানদেরা কাউন্টি থেকে রাজধানী নাইরোবি যাচ্ছিল। এ সময় হামলার মুখে পড়ে বাসটি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মানদেরা এমনিতেই সংঘাতপ্রবণ এলাকা। এখানে আল শাবাবসহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন তৎপর। আল-শাবাবের হামলার ফলে ওই অঞ্চলের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ল। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে সশস্ত্র হামলায় ৬৮ জন বেসামরিক মানুষ নিহত হন। প্রাথমিকভাবে এই হামলার দায়িত্ব কোনো পক্ষ স্বীকার না করলেও পরবর্তীতে হামলার দায় স্বীকার করে আল-শাবাব গোষ্ঠী। বিবিসি, আল জাজিরা।

 

 

সর্বশেষ খবর