সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
সোনা চোরাচালান মামলা

বিমানের ডিজিএমসহ পাঁচ জনের স্বীকারোক্তি

বিমানের ডিজিএমসহ পাঁচ জনের স্বীকারোক্তি

সোনা চোরাচালান মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেনসহ পাঁচজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিরা হলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ইনচার্জ মো. তোজাম্মেল হোসেন, উত্তরার ফারহান মানি এক্সচেঞ্জের মালিক হারুন অর রশিদ এবং বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ। তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মিনহাজুল ইসলাম আসামিদের গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ডিজিএম এমদাদ হোসেনের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর, ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম এস এস আশিকুর রহমান, শিডিউল ইনচার্জ মো. তোজাম্মেল হোসেনের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম অমিত কুমার, আসামি হারুন অর রশিদের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এবং ঠিকাদার মাহমুদুল হক পলাশের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন। এই পাঁচ আসামিদের জবানবন্দি রেকর্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহ আসামিদের চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।

 

 

সর্বশেষ খবর