সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

তাজরীনে অগ্নিকাণ্ডের দুই বছর

তাজরীনে অগ্নিকাণ্ডের দুই বছর

আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল তাজরীন গার্মেন্টস। সেই ঘটনার দুই বছর পূর্ণ হলো আজ সোমবার (২৪ নভেম্বর)। দিনটির স্মরণে সকালে তাজরীন গার্মেন্টসের সামনে আগুনে পুড়ে যাওয়া নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা জড়ো হন। প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, তাজরীন ফ্যাশনে আগুন লাগার ঘটনার দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সব শ্রমিক ক্ষতিপূরণ পাননি। তাই শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তির দাবি জানান।   

২০১২ সালরে ২৪ নভেম্বর তুবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে প্রাণ হারায় ১১১ জন। জীবন বাঁচাতে মাটিতে লাফিয়ে পড়েন অনেক শ্রমিক যাদের অনেকেই বর্তমানে বিকলাঙ্গ হয়ে জীবন কাটাচ্ছেন।
 

 

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর