মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে ইসি কর্মকর্তারা

পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইসি সচিবালয়সহ সারা দেশের কর্মকর্তারা গতকাল কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। এদিকে এক মাসের মধ্যে দাবি না মানলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২০ ডিসেম্বর এ সংগঠনের এজিএম হওয়ার কথা রয়েছে। আর দাবি মানা না হলেও ওই দিন কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন সংগঠনটির সভাপতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব জেসমিন টুলী। ইসি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য, মাঠ কর্মকর্তাদের ইসিতে নিয়োগসহ নানা ইস্যুতে কমিশন এখন উত্তপ্ত। কমিশনে এ অচলাবস্থার পরিবর্তনের পাশাপাশি কর্মকর্তাদের পদোন্নতি লাভের বিষয়টি এখন জোরালো আন্দোলনে রূপ নিয়েছে।

কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে সারা দেশে ইসির আঞ্চলিক অফিসগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চালানো হচ্ছে। থানা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার সর্বত্র ভারপ্রাপ্ত কর্মকর্তার ছড়াছড়ি। সারা দেশে ইসির যে ১০টি আঞ্চলিক অফিস রয়েছে সেগুলোর দায়িত্বেও রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এ অবস্থার অবসানে ইসি কোনো উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের পরপরই পদোন্নতি দেওয়ার আশ্বাস দিয়েছিল ইসি।

সর্বশেষ খবর