মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
দোকান বরাদ্দে অনিয়ম

ডিএসসিসির প্রশাসকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে দোকান বরাদ্দের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রশাসকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন ডিএসসিসির সদ্য অবসরে যাওয়া প্রশাসক মো. খলিলুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সাবেক সম্পত্তি কর্মকর্তা (বর্তমানে বাগেরহাট ইউএনও) মো. দিদারুল আলম, ডিএসসিসির সার্ভেয়ার মো. মুরাদ হোসেন, সৈয়দ রোমান, কানুনগো মোহাম্মদ আলী, নীলক্ষেত সিটি করপোরেশন সুপার মার্কেট সমিতির সভাপতি এ কে এম শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।

রাজধানীর শাহবাগ থানায় গতকাল দুদকের উপপরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি (মামলার নং-৩৭) দায়ের করেন।

সর্বশেষ খবর