বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
গণসংহতি আন্দোলনের এক যুগ

কাল মিছিল সমাবেশ

দুর্নীতি-দুঃশাসন মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত গণসংহতি আন্দোলন এক যুগ পূর্তি উপলক্ষে আগামীকাল সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের আকাক্সক্ষায় জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক সামনে রেখে কাল বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। সভাপতিত্ব করবেন সংগঠনের সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম। যুগপূর্তির এ সমাবেশ ও মিছিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে গতকাল জোনায়েদ সাকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা দুর্নীতি-দুঃশাসন মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। কেননা, আমরা মনে করি দলীয় বা তত্ত্বাবধায়কী নির্বাচনব্যবস্থা নয়, সংকটের সমাধান হতে হবে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে। এই সংবিধান প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের আকাক্সক্ষায় জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণসংহতি আন্দোলন জনগণের রাজনৈতিক শক্তি গঠনের কাজেই গত এক যুগ নিয়োজিত ছিল।’ এই সংগ্রামে জনগণের বাংলাদেশ গঠনের স্বপ্নকে সত্যে পরিণত করতে তিনি সবাইকে আহ্বান জানান।

 

সর্বশেষ খবর