বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বেনাপোলে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ গুলি আহত ৭

বেনাপোলে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ গুলি আহত ৭

শার্শার বাহাদুরপুর বাঁওড় দখলকে কেন্দ্র করে গত দুই দিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ কোমর আলী ও জামাল হোসেনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল পুলিশ তিনজনকে আটক করেছে।

জান যায়, ইফাদ প্রকল্পভুক্ত বাহাদুরপুর বাঁওড় সমিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকৃত মৎস্যজীবীদের আড়ালে রেখে বাঁওড়টির দখল নেয় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধান্যখোলা গ্রামের মফিজুর রহমান। দীর্ঘদিন ধরে লাভজনক এই প্রতিষ্ঠানটি তার দখলে থাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সুবিধাবঞ্চিত অন্য একটি গ্রুপ এটি দখলে নেওয়ার চেষ্টা করলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দুই দিন আগে বাঁওড় দখল নিয়ে ক্ষুব্ধ গ্রুপটি বাঁওড় এলাকার মৎস্য সমিতির অফিস দখলে নিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

পরপর দুই দিনে বোমাহামলা, গুলি বর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ৩৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ গতকাল বিকালে এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

 

 

 

 

সর্বশেষ খবর