বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পায়ে কোটি টাকার সোনা

শাহজালালে যাত্রীর পায়ে কোটি টাকার সোনা

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ মো. মাঈন উদ্দিন নামে এক যাত্রীর পায়ে কোটি টাকার সোনা পাওয়া গেছে। গতকাল বেলা পৌনে ১টার দিকে গ্রিন চ্যানেল এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম সোনাসহ তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী পরিচালক ফরিদ আল মামুন জানান, সকালে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে (এমএইচ-১০২) ঢাকায় আসেন মাঈন উদ্দিন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে মোজার ভিতর থেকে এক কেজি করে দুটি সোনার বার ও মোবাইলের পেছনের ব্যাটারি থেকে ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকারও বেশি। এদিকে, গতকাল দুপুরে বিমানবন্দর থেকে ১৯ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সিগারেটগুলো পাকিস্তানের একটি ফ্লাইটে (পিকে-২৬৬) ঢাকায় আনা হয়েছিল।

 

 

সর্বশেষ খবর