বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এমপির সামনেই আওয়ামী লীগের দুই পক্ষে গোলাগুলি

যশোরে এমপির সামনেই গোলাগুলিতে জড়াল আওয়ামী লীগের দুই পক্ষ। গুলিবিদ্ধ হয়ে ও বোমার আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি গঠনে বিকাল ৫টার দিকে বেতালপাড়া স্কুলমাঠে নেতা-কর্মীদের সভা শুরু হয়। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। সভার এক পর্যায়ে জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারির সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত পুলিশ সদস্যরা গুলি ছোড়েন। কিন্তু এর মধ্যেই দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটে। অবরুদ্ধ হয়ে পড়েন সংসদ সদস্য রণজিৎ। খাজুরা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকেসহ নেতাদের উদ্ধার করে। তবে বাঘারপাড়া থানার ওসি কাইউম আলী সরদার দাবি করেছেন, জামায়াত-বিএনপির দুষ্কৃতকারীরা আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় হামলা চালিয়েছেন। তিনি বলেন, 'পুলিশ গুলি করেছে কি না জানি না। পরে বলতে পারব।' খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান মাসুদ বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। হামলায় সংসদ সদস্যের চারজন সমর্থক আহত হয়েছেন। সংসদ সদস্য নিরাপদে আছেন।' অন্যদিকে, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত দুজন ভর্তি হয়েছেন। তারা হলেন দিলু পাটোয়ারির দেহরক্ষী হুলদা গ্রামের শরিফুল ইসলাম ও নাঈম। জানতে চাইলে দিলু পাটোয়ারি বলেন, 'চারটি ওয়ার্ডে কমিটি গঠন না করে ইউনিয়ন কমিটি গঠনের জন্য উপজেলা নেতারা বেতালপাড়া বাজারে আসেন। এতে স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করলে পুলিশ গুলি করে।' সংসদ সদস্য রণজিৎ রায়ের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর