শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

চার ড্রোন কারিগরের খোঁজে গোয়েন্দারা

‘ড্রোন’ বা কোয়াড হেলিকপ্টারের মতো রিমোর্ট কন্ট্রোল চালিত ‘ফ্লাইং মেশিন’ সরঞ্জামসহ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও চারজনের নাম বলেছেন, যারা আনসারুল্লাহ বাংলা টিমের ‘ড্রোন’ তৈরির কারিগর। এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে আনসারুল্লাহর অর্থদাতাদের খোঁজা হচ্ছে। বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আনসারুল্লাহ নিয়মিত অর্থ সাহায্য পাচ্ছে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জঙ্গিদের অর্থ সহযোগিতা করা হয় বলে তদন্তসংশ্লিষ্টরা গ্রেফতার দুই জঙ্গির কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধারণা পেয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘ড্রোন’ ব্যবহার করে হামলার অন্যতম পরিকল্পনাকারী তানজিল হোসেন বাবু ও তার সহযোগী গোলাম মওলা মোহনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ‘ড্রোন’ বা কোয়াড হেলিকপ্টারের মতো রিমোর্ট কন্ট্রোল চালিত ‘ফ্লাইং মেশিন’ সরঞ্জাম পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ড্রোন বা কোয়াড হেলিকপ্টার তৈরি করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলে সেসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন জঙ্গিরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

সর্বশেষ খবর