Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ মে, ২০১৫ ০০:০০
ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ফুড পোর্টাল 'ঢাকা ফুডিস' আয়োজিত গতকাল রাজধানীর গুলশানে 'আমারি ঢাকা' হোটেলের আমায়া ফুড গ্যালারিতে 'ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ-২০১৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট এমার্জিং এশিয়ার মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেসের হেড অব মার্কেটিং শিবলি আহমেদ, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ফুয়াদ আরেফিন তন্ময়, ফুডিসের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান প্রমুখ। -বাংলাদেশ প্রতিদিন

 

up-arrow