বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

জাতীয় সংসদের জন্য ২০৩ কোটি টাকার বাজেট

জাতীয় সংসদের জন্য ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কমিশনের ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক। চিফ হুইপ আ. স. ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল, অর্থ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের অনুমোদিত প্রাক্কলিত এ অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
 বৈঠকে ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে ২০১৪-২০১৫ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেওয়া হয়।
 

সর্বশেষ খবর