সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বিবিএসের জরিপ

উন্নত পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় ৭৭ শতাংশ মানুষ

দেশের ৭৭ শতাংশ মানুষ উন্নত পয়ঃনিষ্কাশন সুবিধা ভোগ করছেন। এর মধ্যে ধনী পরিবারগুলোর ৯৫ দশমিক ৫ শতাংশ এবং দরিদ্র পরিবারগুলোর ৪৫ দশমিক ৬ শতাংশ মানুষ রয়েছেন। তবে এখনো খোলা জায়গায় মলত্যাগ করেন ৪ শতাংশ মানুষ। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাদারীপুর জেলা। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বান্দরবান। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংক্রান্ত জরিপের ফলাফল প্রকাশ হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ ও ইউনিসেফ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার প্রমুখ। ফলাফলে আরও দেখানো হয়, দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪২ শতাংশ খর্বাকৃতির। এদের অর্ধেকের বেশির (৫২ দশমিক ৮ শতাংশ) জন্ম দরিদ্র পরিবারগুলোতে। অন্যদিকে ধনী পরিবারগুলোর শিশুদের মাত্র ২৭ শতাংশ খর্বাকৃতির। পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে খর্বাকৃতি শিশুর জন্মহার বেশি। তবে সবচেয়ে কম খর্বাকৃতির শিশু রয়েছে মেহেরপুরে এবং বেশি রয়েছে নেত্রকোনা জেলায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউনিসেফ এই জরিপের ফলাফল প্রকাশ করে। দেশের ৬৪টি জেলায় এই জরিপ পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর