সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আমাকে নির্বাচন করতে না দিলে এক মাসের মধ্যে পতন, ইনশাল্লাহ

কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে ‘আমাকে যদি নির্বাচন করতে দেওয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশাল্লাহ।’ তিনি বলেন, ‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী সিডিউল পরিবর্তন করা হয়েছে, ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিমকোর্টে আপিল করেছে। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বদ্বিদ্বতা করতে এত ভয় কিসের?’ তিনি গতকাল কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন। বঙ্গবীর আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে কখনো কালিহাতীর মানুষের সেবা করার সুযোগ পাইনি। আমার জীবন কালিহাতীর মানুষের জন্য উৎসর্গ করব, তবুও অন্যায়ের কাছে মাথানত করব না।’ তিনি আরও বলেন, ‘ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। আমাকে আজ ঋণখেলাপি বলা হয়, অথচ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা।’ ডা. শামসুল আলম তোতার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা সভাপতি হাসমত আলী, ছাত্র আন্দোলন নেতা হাবিবুননবী সোহেল, আবদুল হাই খান নিয়ন প্রমুখ।

সর্বশেষ খবর