সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাপেক্সের পেনশন সুবিধা নিশ্চিতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর পেনশন সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি গ্যাস ক্ষেত্র বাড়ানো এবং তেলের মজুদ বৃদ্ধির সুপারিশ করে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শওকত আলী। কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. নূরুল ইসলাম সুজন, মো. আবদুল ওদুদ, আবদুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাপেক্সের ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর