সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদ

মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম ও মহাসচিব এমদাদ হোসেন মতিন। তারা এই বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উলে­খ করে গতকাল এক বিবৃতিতে বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর গণহত্যা, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের সময় অ্যামনেস্টি কোথায় ছিল। তারা তো এর বিরুদ্ধে একটি কথাও বলেনি। বরং মুক্তিযোদ্ধাদের বিচারের সম্মুখীন করার কথা বলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গুরুতর অপরাধ করেছে। এর বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রুখে দাঁড়াবে। কর্মসূচি হিসেবে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। এতে সব মুক্তিযোদ্ধা ও জনতাকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিব।

সর্বশেষ খবর