শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

একতরফা স্থানীয় নির্বাচন করতেই গণগ্রেফতার - বিএনপি

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো একতরফা স্থানীয় সরকার নির্বাচন করতেই সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার‌্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। ড. আসাদুজ্জামান রিপন বলেন, আসন্ন পৌর নির্বাচনে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে নির্বাচনী প্রচারণার কাজে বের হতে না পারেন, সে জন্যই গণহারে গ্রেফতার করা হচ্ছে।

একতরফা নির্বাচনই সরকারের মূল লক্ষ্য। তবে এভাবে নির্বাচন করতে চাইলে দেশে-বিদেশে দেশের ভাবমূর্তি পুনরায় ক্ষুণ্ন হবে। তিনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন একতরফা করতে এবং মাঠ ফাঁকা করতে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া দুরূহ হয়ে উঠবে। সরকার যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। বিএনপির মুখপাত্র বলেন, বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর তল্লাশি করা হচ্ছে এবং প্রায় তিন সহস্রাধিক বিএনপি নেতা-কর্মীকে কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ আখ্যা দিয়ে ড. রিপন বলেন, এই নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবেই একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। সাম্প্রতিককালের ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনই তার বড় প্রমাণ। প্রেসব্রিফিংয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর