রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিধিমালা হাতে পেলে পৌরসভা নির্বাচনের তফসিল : সিইসি

সাভার প্রতিনিধি

পৌরসভা নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচারণবিধি না পাওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। পৌর অধ্যাদেশ জারি হয়েছে, তবে বিধিমালা না পাওয়া পর্যন্ত নির্বাচনের কোনো সুযোগ নেই। গতকাল সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তবে বিধিমালা হাতে পেলেই তফসিল ঘোষণা করবে ইসি। কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, বিধিমালা এখনো মন্ত্রণালয়ে আছে। এটা না আসলে আমরা কোনো কাজ করতে পারছি না। বিধিমালা হাতে আসলেই আমরা কাজ শুরু করব। মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা করলে কিংবা কোনো মাঠ কর্মকর্তা মাঠে গিয়ে কাজ না করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ।

সর্বশেষ খবর