শিরোনাম
সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর তাগিদ এডিবি ভাইস প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক উন্নয়নে এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দিলেন ঢাকা সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং। তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে তিনি গতকাল এডিবির ঢাকা কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেন। তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা, রয়েছে চ্যালেঞ্জও। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন জোর দিতে হবে বেসরকারি খাতের উন্নয়নে। সেই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে আঞ্চলিক সংযোগের প্রতি গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে প্রতিবেশী দেশ ও বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্যের মূল্য সংযোজন বাড়বে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর