শিরোনাম
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আপিল বিভাগে বহাল

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভায় ওঠানোর নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ২০০৬ সালের ১২ জুলাই এক চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনে ব্যবস্থা নিতে বলা হয়। ওই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার ২০১৩ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরে আরও ৬৮০ মুক্তিযোদ্ধা রিটে পক্ষভুক্ত হন। শুনানি শেষে ১৪ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ১৬ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. রফিকুর রহমান, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এম আমিন উদ্দিন, শেখ ফজলে নূর তাপস ও আজহার উল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সর্বশেষ খবর