মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিউমোনিয়া গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানীর পুরস্কার লাভ

নিজস্ব প্রতিবেদক

শিশুদের নিউমোনিয়া সংক্রান্ত গবেষণার জন্য আইসিডিডিআরবিতে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ডা. মো. জোবায়ের চিশতী আন্তর্জাতিক সম্মানসূচক পুরস্কার ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে গত ১২ নভেম্বর নিউমোনিয়া ইনোভেশন সামিটে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। সেখানে তিনি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কমমূল্যে অক্সিজেন দেওয়ার প্রযুক্তি যা ‘বাবাল-সিপিএপি’ নামে পরিচিত- তা সবার সামনে তুলে ধরেন। চিশতী বলেন, আমি খুবই উচ্ছ্বসিত। আমি আরও খুশি হব যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় আমার তৈরি করা এই প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোর জন্য আদর্শ হিসেবে ঘোষণা করে। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অর্ধশতাধিক গবেষক এবং বিশ্বের দেড় শতাধিক স্বাস্থ্য খাতে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর