বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যৌথ বাহিনীর অভিযানে আটক আরও ২৭২

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতামূলক তৎপরতার অভিযোগ ও বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াত এবং শিবিরের নেতা-কর্মীসহ ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর চট্টগ্রাম : নগর শিবিরের কার্যালয় ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির এবং নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তিন শিবির কর্মী ও নিয়মিত মামলার আসামিসহ অন্তত ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) এ বি এম ফয়জুল ইসলাম জানান, বিবিরহাট থেকে সাবেক ছাত্রদল নেতা আর ইউ চৌধুরী শাহীন ও হামজারবাগ থেকে সাইমুন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়। সাইমুনের বাসা থেকে রামদা, চাপাতি উদ্ধার করা হয়। নোয়াখালী : জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ৪১ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর : শহরের পুরান বাজার ও পুরান বাসস্ট্যান্ড থেকে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে জেলা জামায়াতের রোকন আলী হায়দার ও পৌর শিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদকে পুলিশ আটক করেছে। ঝিনাইদহ : ৬ উপজেলার বিভিন্ন গ্রামে মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  চাঁপাইনবাবগঞ্জ : জামায়াত-বিএনপির ১০ কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন বিএনপির ৩, জামায়াতের ২ এবং শিবিরের ৫ কর্মী।  বাগেরহাট : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গতকাল দুপুর পর্যন্ত বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর