রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইবির গৌরবময় পথচলার ৩৬ বছর

ইকবাল হোসাইন রুদ্র, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৩৬ বছরের গৌরবময় পথচলা শেষে ৩৭তম বছরে পা দেবে বিশ্ববিদ্যালয়টি। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ শহরের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে প্রতিষ্ঠিত হয় এ পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তারে কাণ্ডারির ভূমিকা পালন করছে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদ, ২৫টি বিভাগ, একটি ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের অধীন ১টি স্কুল রয়েছে। এর অধীনে রয়েছে ১২ হাজার শিক্ষার্থী, ৩৫৯ জন শিক্ষক, ৩৫৮ জন কর্মকর্তা এবং প্রায় ৬০০ কর্মচারী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি থেকে উচ্চতর ডিগ্রি এম.ফিল, পিএইচ.ডি নিয়েছেন ৪৩৪ জন ও ২৫৩ জন। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত মোট ১২ জন ভিসি দায়িত্ব পালন করেছেন। প্রথম উপাচার্য ছিলেন ড. এ এন এ মমতাজ উদ্দিন চৌধুরী এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আজ ৩৬ বছর অতিক্রম করল। এই সময়ে ক্যাম্পাসটি অর্জন করেছে অনেক গৌরব আর খ্যাতি। আমি মনে করি ডিজিটাল দেশ গঠনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর