শিরোনাম
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যক্তি সংগঠনেরও ভুমিকা আছে : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনেরও গুরুত্বপূর্ণ ভুমিকা আছে। এদের মধ্যে ঢাকা আহছানিয়া মিশন মানবকল্যাণে যেসব কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। গতকাল রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে খানবাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। চিকিৎসা, গবেষণা এবং দেশব্যাপী ডায়াবেটিস সেবা সম্প্রসারণ ও সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধান বিচারপতি।

 এ ছাড়া তাকে ক্রেস্টসহ এক লাখ টাকার চেক, সার্টিফিকেট এবং আহছানউল্লাহ রচিত বইপুস্তক উপহার দেওয়া হয়।

সর্বশেষ খবর