রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চাইলে খালেদাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে : ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

খালেদা জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী। তিনি যে নিরাপত্তা ডিজার্ভ করেন, এর বাইরে তিনি থাকবেন না। বেগম জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে তা সরকার বিবেচনা করবে।’ দেশে স্পর্শকাতর সময় চলছে উলে­খ করে তিনি বলেন, ‘টেরোরিজম এখন কোনো রিজিওনাল ফেনামেনো নয়। এটা এখন গ্লোবাল ফেনামেনো।’ তিনি উলে­খ করেন, চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান চার দেশীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু সম্পর্কে বলেন, আগামী জানুয়ারি থেকে এ সড়ক চালু হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আল আমিন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর