বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

উলফার সঙ্গে বৈঠকে ভারত সরকার

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সঙ্গে শান্তি আলোচনায় বসেছে দেশটির সরকার। গতকাল দিলি­তে শুরু হয় এ আলোচনা। সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি। বৈঠকে উলফা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী সরকারি কর্মকর্তা পি সি হালদার, আসামের মুখ্যসচিব ভি কে পিপারসেনিয়া, আসাম পুলিশের অতিরিক্ত ডিজি পল­ব ভট্টাচার্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, বৈঠকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে। শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে দুই পক্ষই নিজেদের সুবিধামতো ফের বৈঠকে বসার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর