বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিশু সাঈদ হত্যা মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ৯ বছরের শিশু আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় গতকাল আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। এ নিয়ে সাঈদ হত্যা মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। সংশ্লিষ্ট আদালতের পিপি আবদুল মালেক জানান, গতকাল আদালতে সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম, ফারহানা ইয়াসমিন, ডিবি পুলিশের এএসপি শামীমুর রহমান পীর ও জকিগঞ্জ থানার এসআই জহরলাল সাক্ষ্য দিয়েছেন। আজ আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে সোমবার আদালতে সাঈদের প্রতিবেশী সেলিম আহমদ, আজির উদ্দিন, আবদুল কুদ্দুছ, মোক্তাদির আহমদ জুয়েল, দেলোয়ার হোসেন, আবদুল আহাদ তারেক ও আবুল হোসেন সাক্ষ্য দেন। রবিবার আদালতে সাঈদের মা সালেহা বেগম, মামা জয়নাল আবেদীন, হিলাল আহমদ প্রমুখ আদালতে সাক্ষ্য দেন।

 

গত ১৭ নভেম্বর সাঈদ অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। এ ৪ জন হলেন নগরীর বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম। এরা সবাই কারান্তরীণ রয়েছেন। প্রসঙ্গত, গত চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর