বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘পাকিস্তানের মন্তব্য নিন্দনীয়’

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তানের মন্তব্য অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১-এর শীর্ষ নেতারা। তারা বলেন, পাকিস্তান এবং কয়েকটি আন্তর্জাতিক সংগঠন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে যুদ্ধাপরাধ বিচার বিতর্কিত করার চেষ্টা করছে। এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ অন্যতম। জাতীয় প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও লেখক-সাংবাদিক হারুন হাবীব। সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম, সহসভাপতি লে. জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীরপ্রতীক, সহসভাপতি মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ কে মোহাম্মদ আলী শিকদার, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শওকত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর