শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভেজাল ওষুধ, ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভেজাল ও অনুমোদনহীন ওষুধ উৎপাদনের অভিযোগে রাজধানীর দক্ষিণখানের কার্লো ফার্মাসিউটিক্যালস (ইউনানি) কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর এএসপি এ এস এম হাফিজুর রহমান জানান, কার্লো ফার্মাসিউটিক্যালস নামের কোম্পানিটি দীর্ঘদিন ধরে ঔষধ প্রশাসনের অনুমতি না নিয়ে উৎপাদন করে আসছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাÍক হুমকি। অভিযানকালে নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে যথাযথ ল্যাবরেটরি পরীক্ষা ব্যতীত ওষুধ উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্লো ফার্মাসিউটিক্যালস কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে কারখানার ব্যবস্থাপক সোহেল আহম্মেদকে তিন মাসের কারাদণ্ড দেন।

সর্বশেষ খবর