শিরোনাম
রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সন্তু লারমার কঠোর কর্মসূচির হুমকি

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এ হুমকি দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পরিবর্তে সরকার যদি রাষ্ট্রযন্ত্র ও অস্ত্র শক্তি ব্যবহার করে, জুম্ম জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমন-পীড়ন করতে থাকে, তাহলে জুম্ম জনগণের পেছনে ফেরার কোনো গত্যন্তর থাকবে না। জুম্ম জনগণ তাদের অস্তিত্ব ও আবাস ভূমির সংরক্ষণের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধপরিকর। তাই অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সরকার ও শাসক গোষ্ঠীই দায়ী থাকবে। গতকাল বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাজধানীর হোটেল সুন্দরবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এসব কথা বলেন। গণমাধ্যমকে পাঠানো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর