সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ১৫৭তম জম্নদিন আজ

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ১৫৭তম জম্নদিন আজ। এই বাঙালি বিজ্ঞানী বিশ্ববাসীকে প্রথমবারের মতো জানিয়েছিলেন যে, উদ্ভিদের মধ্যে প্রাণশক্তি আছে। জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর জম্নগ্রহণ করেন। তার জম্নস্থান ময়মনসিংহ হলেও তার পরিবারের প্রকৃত বাসস্থান ছিল মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে থাকত তার পরিবার। তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার ইচ্ছায় জগদীশ চিকিৎসাবিজ্ঞানে পড়ার জন্য ১৮৮০ সালে লন্ডনে যান। তবে অসুস্থতার কারণে চিকিৎসাবিজ্ঞান ছেড়ে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, দেবেন্দ্রমোহন বসু, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। ১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন সফল বাঙালি বিজ্ঞানী।

সর্বশেষ খবর