মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিবির সন্দেহে ভর্তিচ্ছুকে পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত এ-ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু এক ছাত্রকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে আবদুল কাদের নামের ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে থেকে মতিহার থানায় নিয়ে যায় পুলিশ।

ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের মধ্যে মেধাতালিকায় ১ হাজার ২২২তম। তার গ্রামের বাড়ি খুলনার কয়রা থানার ভান্ডারপুলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ছাত্র এ-ইউনিটের মৌখিক পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানসহ ১০/১২ জন কর্মী ওই ছাত্রের মুখে দাড়ি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই ছাত্রের বড় ভাই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জেনে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে মতিহার থানা পুলিশের হাতে তুলে দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাকে মতিহার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর