বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বসুন্ধরা কনভেনশন সিটিতে কাল সৌরমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিদ্যুৎ ও সৌর মেলা। বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশের বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নেবে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. (ইউএসএ) এবং সেমস বাংলাদেশ এ মেলার আয়োজন করছে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিদেশি দর্শকরা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষণ করবেন।

তিন দিনের মেলায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি খাতের নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক যন্ত্র ও যন্ত্রাংশ এবং আবাসনশিল্পের নানা পণ্য থাকবে। একই সঙ্গে এখানে ‘১৫তম পাওয়ার বাংলাদেশ ২০১৫’, ‘১০তম সোলার বাংলাদেশ ২০১৫’, ‘১৮তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৫’ এবং ‘১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশ ২০১৫’ নামে চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দর্শনার্থীরা প্রদর্শনীস্থলে রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলা দেখার সুযোগ পাবেন।

সর্বশেষ খবর