শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শান্তি চুক্তি বাস্তবায়নে সন্তুর আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়ে আগামী ১ জানুয়ারি থেকে তিন পার্বত্য জেলায় অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শান্তি চুক্তির দেড় যুগ পূর্তি উপলক্ষে গতকাল রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে সমিতির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক। এ সমস্যা সমাধানের জন্য চুক্তি হয়েছিল। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়ন করেনি। দ্রুত এ চুক্তি বাস্তবায়ন করতে হবে। চুক্তি বাস্তবায়ন করতে ১ জানুয়ারি থেকে সবাইকে অসহযোগ আন্দোলনে অংশ নিতে তিনি আহ্বান জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাহমান নাসিম উদ্দিন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য শান্তি চুক্তির ১৮তম পূর্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়। এর মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শান্তি চুক্তি থেকে  বৈষম্য সৃষ্টিকারী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইয়া, উপদেষ্টা শেখ মাহমুদ রাজু, সাহাদাত ফরাজী সাকিব, পার্বত্য গণ-পরিষদের মহাসচিব মাহমুদুল হাসান নিজামী প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে। উপজাতিদের ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবি অযৌক্তিক। এ ছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে র‌্যালি বের হয়। জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালি উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান। বরিশালে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির সভাপতিত্বে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর