রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নানা রোগ নিয়ে ভাবী আইএস ভাইরাস নিয়ে ভাবছি না

--------- ইয়াফেস ওসমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, আমরা প্রাণিকুল থেকে আসা নানা ধরনের রোগ নিয়ে ভাবছি। কিন্তু আইএস ভাইরাস নিয়ে তেমন ভাবছি না। এ ভাইরাসের কারণেই আমরা নিজেরা নিজেদের ধ্বংস করছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ১৯তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের সাবেক চেয়ারম্যান সুনীলকান্তি বোস, প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি খান হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক নিয়ামুল নাসের, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘জোনোটিক ডিজিজেস ইন বাংলাদেশ (Zoonotic Diseases in Bangladesh)’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিজ্ঞানী তৌহিদ উদ্দিন আহমেদ। মন্ত্রী বলেন, বিজ্ঞানের মাধ্যমেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব। বাংলাদেশের মানুষ খুবই সৃজনশীল। তাদের যদি একটু শক্তি দেওয়া যায় তাহলে তাদের দ্বারা সবই সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির উত্কর্ষ সাধনের মাধ্যমে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায়। বিজ্ঞানীরাই পারেন সমাজ, দেশ এমনকি বিশ্বকে পথ দেখাতে। তিনি আরও বলেন, একটা বিশেষ প্রেক্ষাপটে দেশ যখন এগিয়ে চলছে তখন কিছু ঘটনা আমাকে ব্যথিত করে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কিন্তু যাদের কারণে সেই অপকর্ম হয়েছে সেই পাকিস্তান এখনো তা অস্বীকার করে সেই অপকর্মের কথা। তাদের মধ্যে সামান্যতম মানবিকতার গুণ থাকলেও বলতে পারত না তারা অপরাধ করেনি। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সন্ত্রাস, সহিংসতা ও সাম্প্রদায়িকতার কারণেই আজ সংকটের মুখে পড়েছে বিশ্বসভ্যতা। পৃথিবীতে একজন মানুষ আরেকজনকে খুব সহজেই হত্যা করছে। অথচ একই প্রজাতির প্রাণী কখনো নিজেদের মধ্যে হত্যাকাণ্ড চালায় না। প্রাণিকুল বা প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর