শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্লাস্টিক পণ্য বাজারজাত নিষিদ্ধ : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের বাজারে প্লাস্টিক পণ্য বাজারজাত নিষিদ্ধ। পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে প্লাস্টিক কারখানাগুলোর বেআইনি উত্পাদন ও সরবরাহ কার্যক্রম বন্ধের জন্য উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

মির্জা আজম বলেন, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, দেশে লাইসেন্স নেওয়া ২৪টি প্লাস্টিক পণ্য উত্পাদনকারী কারখানা আছে। কিন্তু দেশে বর্তমানে ১০০টির বেশি বড় বড় কারখানা প্লাস্টিক পণ্য উত্পাদন করছে। এ ছাড়া যারা উত্পাদনের লাইসেন্স নিয়ে প্লাস্টিক পণ্য উত্পাদন করছে, সেখানে শর্তই ছিল তারা প্লাস্টিক পণ্য উত্পাদন করে বিদেশে রপ্তানি করবে। কিন্তু দেশে প্লাস্টিক পণ্য বাজারজাতের কোনো অনুমতি ওই লাইসেন্সে নেই। প্রতিমন্ত্রী জানান, প্লাস্টিকের ব্যাগ উত্পাদনকারী কারখানা পরিদর্শন করে রিপোর্ট দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে এ কমিটি গাইড লাইন (নির্দেশিকা) অনুযায়ী কিছু নির্ধারিত বিষয়ে প্রতিবেদন জমা দেবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছর পাটের উত্পাদন আরও ৫০ শতাংশ বাড়বে। বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের গৌরবোজ্জ্বল পাটশিল্পকে ধ্বংস করে গেছে আগের সরকারগুলো। আমরা এ পাটশিল্পের গৌরবময় দিন আবার ফিরিয়ে এনেছি। কৃষক এখন পাটের ন্যায্যমূল্য পাচ্ছে। হাসি আছে তাদের মুখে।

সর্বশেষ খবর