শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজনৈতিক সংকটে জনজীবন বিপর্যস্ত —— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশে চরম দুরবস্থা চলছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। গুম ও খুন আতঙ্কে মানুষ। অপরদিকে রাজনৈতিক সংকট ক্রমেই জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। ক্ষমতার রাজনীতির প্রতিহিংসার আগুনে প্রতিদিন দগ্ধ হচ্ছে সৃষ্টির সেরা আদম সন্তান। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, জননিরাপত্তা ভেঙে পড়েছে। উন্নয়ন-উত্পাদন, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। হুমকিতে পড়েছে জাতীয় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা। এমনকি রাজনৈতিক সংকট জনজীবনকে এতটাই জিম্মি ও অসহায় করে তুলেছে যে, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অর্ধাহারে ও অনাহারে জীবন-যাপন করছে। সর্বত্র টেন্ডারবাজ, দখলবাজ, চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্রমাগতভাবে সমস্যা সৃষ্টি হতে হতে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। অধিকাংশ সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ প্রায় সব পেশাজীবী শ্রেণি স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীর পরিচয় ভুলে গিয়ে দলীয় ভূমিকা পালন করছে। ক্ষমতাসীনরা ক্ষমতাকে পাকাপোক্ত ও স্থায়ীকরণের লক্ষ্যে প্রশাসনযন্ত্রকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহ ভীরু নেতৃত্ব তৈরির লক্ষ্যে মেয়র প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান পীর চরমোনাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর