সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এডিবির সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং ৭ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বিকালে শেরেবাংলা নগরের এডিবি-৪’র অধিশাখা কার্যালয়ে এ ঋণচুক্তি স্বাক্ষর হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি ঋণ ও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত ‘সাউথওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট-অ্যাডিশনাল ফিন্যান্সিং’ শীর্ষক প্রকল্পটি সাত বছর মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩.৭ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবির দেওয়া এডিএফ ঋণের পরিমাণ ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। নেদারল্যান্ডস সরকারের অনুদান ৭ মিলিয়ন মার্কিন ডলার। অবশিষ্ট ১১ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকারকে জোগান দিতে হবে।

এডিবির দেওয়া এডিএফ ঋণ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এতে সুদ ধরা হয়েছে ২ শতাংশ।

সর্বশেষ খবর