মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বান্দরবান সীমান্তে বিজিপির গুলিতে যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন। গতকাল সকাল ৯টার দিকে আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৮ নম্বর পিলারের মাঝখানে কাজ করতে যাওয়ার সময় বিজিপি গুলি চালালে জয়নাল আবেদীন (২৩) নিহত হন। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকায়। এ সময় তার সঙ্গে আরও দুই বাংলাদেশি শ্রমিক থাকলেও তারা পালিয়ে এসে ঘটনা বিজিবিকে জানায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত জানান, বিজিপি ছয় রাউন্ড গুলি করলে জয়নাল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ বিজিপি নিয়ে গেছে। নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নের লে. কর্নেল পারভেজ জানান, একজন নিহত হওয়ার বিষয় আমরা জানার পর বিজিপির সঙ্গে  যোগাযোগ করেছি। তারা সত্যতা স্বীকার করেনি।

সর্বশেষ খবর