শিরোনাম
রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিনেটর ও কংগ্রেসম্যানের গান শুনলেন প্রবাসী বাংলাদেশিরা

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ

গানে গানে আপ্লুত করলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের দুই সিনিয়র সদস্য। তারা হলেন সিনেটে জুডিশিয়ারি, ফাইন্যান্স, রুলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর চাক শ্যুমার (ডেমোক্র্যাট—নিউইয়র্ক); অন্যজন প্রতিনিধি পরিষদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ওয়েজ অ্যান্ড মিন্স কমিটি’র প্রভাবশালী সদস্য ও বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা-চেয়ার কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি (ডেমোক্র্যাট—নিউইয়র্ক)। ১৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের একটি অভিজাত রেস্টুরেন্টের বিলাসবহুল মিলনায়তনে মনোজ্ঞ এ অনুষ্ঠানের আয়োজন করেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি (৫৩)। মার্কিন কংগ্রেস, নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং নগর প্রশাসনের নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন বিশিষ্ট বাংলাদেশিরা।

সর্বশেষ খবর