সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিদেশি সাংবাদিকরা গাইলেন, জয় বাংলা বাংলার জয়...

যুক্তরাজ্য প্রতিনিধি

সাধারনত বিদেশে বাংলাদেশ মিশনগুলো নানা কারণে সমালোচিত হলেও যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি মূলধারার সাংবাদিক, ভিনদেশি দূতাবাসগুলোর প্রেস মিনিস্টার, কর্মকর্তাদের নিয়ে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন দক্ষিণ লন্ডনের এক রেস্তোরাঁয়। বিদেশি এই অতিথিরা প্রাণখুলে আড্ডা দিয়ে উদযাপন করলেন বাংলাদেশের মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শেষ হয় সবার সম্মিলিত সুরে জয় বাংলা, বাংলার জয় গানটির মধ্য দিয়ে। বিদেশি সাংবাদিকরাও এ গানে কণ্ঠ মেলান। অনুষ্ঠানটির আয়োজক নাদিম কাদির মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশিদের জন্য কেবল পরাধীনতার শিকল ভাঙার আনন্দের দিন নয়, এই দিনটি একই সঙ্গে বেদনারও। কেননা ১৬ ডিসেম্বরের ইতিহাস সৃষ্টির জন্য বাংলাদেশের মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে। সহ্য করতে হয়েছে নির্মম ও অমানুষিক অত্যাচার-নিপীড়ন।

সর্বশেষ খবর