বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শব্দ সৈনিক রাশেদুল হাসানের চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক

শব্দ সৈনিক রাশেদুল হাসানের চিরবিদায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রাশেদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন। গতকাল রাত পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শব্দ সৈনিক রাশেদুল হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কয়েক বছর ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের পর তাকেসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ শব্দ সৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মান অধরাই থেকে গেছে রাশেদুল হাসানের। ‘শব্দ সৈনিক’ রাশেদুল হাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর