বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হলমার্ক কেলেঙ্কারি : জনতা ব্যাংকের এজিএমসহ নয়জনকে তলব

নিজস্ব প্রতিবেদক

হলমার্ক কেলেঙ্কারির দ্বিতীয় অংশের (নন-ফান্ডেড) অনুসন্ধান প্রক্রিয়ায় জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকসহ (জিএম) নয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর তলবি নোটিসের মাধ্যমে শুরু হলো এ অনুসন্ধান কার্যক্রম। গতকাল বিকালে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত নোটিস জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়। নোটিসে তাদের আগামী বছরের ১০ ও ১১ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

১০ জানুয়ারি যাদের তলব করা হয়েছে তারা হলেন— জনতা ব্যাংক করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার জেসমিন খাতুন, এক্সিকিউটিভ অফিসার জিনিয়া জেসমিন ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (ম্যানেজার, রপ্তানি) জেসমিন আখতার।

সর্বশেষ খবর