সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র

নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পাদনকে সরকারের ইতিবাচক উদ্যোগ হিসেবে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে একইসঙ্গে জনস্বার্থে এ ধরনের উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ ও অতীব ব্যয়বহুল প্রকল্পের চুক্তির প্রক্রিয়াগত স্বচ্ছতা ও প্রকল্প সংশ্লিষ্ট বিশদ তথ্য প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা বিশেষভাবে উদ্বিগ্ন যে, রাশিয়ার পারমাণবিক চুল্লিগুলো খ্যাতিসম্পন্ন রাশিয়ান বিশেষজ্ঞের মতেও অনিরাপদ ও অনির্ভরযোগ্য বলে বিবেচিত।

সর্বশেষ খবর