মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কনফারেন্স

চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের কর্ণধার আল্লামা অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, গাউছুল আজমের তরিকত চিন্তাশীলদের গবেষণার অনন্য ক্ষেত্র। এতে রয়েছে আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জনের ব্যতিক্রমী নানা আধ্যাত্মিক প্রযুক্তি। গতকাল চট্টগ্রাম লালদীঘি ময়দানে জশেন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুনিরিয়া যুব তবলিগ আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বক্তব্য রাখেন জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মাহবুবুল আলম তালুকদার, এলবিয়ন ল্যাবরেটরিজের এমডি আলহাজ মোহাম্মদ নেজাম উদ্দিন ও আয়োজক সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর