সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ নিয়ে প্রতিবেদন

পাকিস্তানে ‘সেন্সর’ নিউইয়র্ক টাইমস

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের ব্লগারদের নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন পাকিস্তানে সেন্সরের কবলে পড়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্র দি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের সংবাদপত্রটির শনিবারের আন্তর্জাতিক সংস্করণে বাংলাদেশের ব্লগারদের নিয়ে যে প্রতিবেদন বেরিয়েছিল, তা পাকিস্তান থেকে প্রকাশিত কপিগুলোতে ছিল না। সেখানে প্রথম পাতার ওই অংশটি ফাঁকা (সাদা) রাখা ছিল। খবর বিডিনিউজ।

‘বাংলাদেশের ব্লগাররা বিপজ্জনক পরিস্থিতিতে’ শিরোনামে নিউইয়র্ক টাইমসের অন্যতম ফ্রিল্যান্স প্রতিনিধি জশুয়া হ্যামারের প্রতিবেদনটি পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণের প্রথম পাতার নিচের অংশে প্রকাশিত হয়। কিন্তু নিউইয়র্ক টাইমসের পাকিস্তান সংস্করণ ‘সেকুলার ব্লগারদের নৃশংস হত্যাকাণ্ডের নিবন্ধটি সরিয়ে ফেলেছে; ফাঁকা ছিল পত্রিকাটির প্রথম ও দ্বিতীয় পাতা।’

প্রতিবেদনে ব্লগার আসিফ মহীউদ্দীনকে তার মুক্তচিন্তা, দৃষ্টিভঙ্গি ও সেকুলার ব্লগিংয়ের জন্য হুমকির মুখে দেশ ছাড়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর