বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরের চেয়ে দশমিক ০৫ শতাংশ বেশি। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, দেশে খাদ্যপণ্যের দাম সামান্য কমে যাওয়ায় এ খাতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে কিছুটা বৃদ্ধির কারণে সাধারণ মূল্যস্ফীতি একটু বেড়েছে।

সর্বশেষ খবর